chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণের দাম কমলো

ডেস্ক নিউজ: বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

মঙ্গলবার(১৫ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি কিনতে খরচ হবে ৭৮,১৫৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১০৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪,৬৫০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের ৯৩২ টাকা ক‌মে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৬৪,০৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে  নির্ধারণ করা হয়েছে ৫৩,৩৬৩ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামেই আজকে পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ৭৯,৩১৫ টাকা।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর