chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়া গেলেন ইরান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তার নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল মস্কো পৌঁছায়।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ইরানের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভিয়েনা আলোচনার বিষয়ে রাশিয়ার কর্মকতাদের সঙ্গে কথা বলবেন।

অন্যদিকে, ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধির দফতর থেকে বলা হয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপ ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে রুশ দফতর থেকে জানানো হয়েছে।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর