chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়ের ৩ জেলায় অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ

ডেস্ক নিউজ: পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ১৩০টি অবৈধ ইটভাটা আগামী ছয় সপ্তাহের মধ্যে ভেঙে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারমধ্যে খাগড়াছড়িতে ৩৫টি, বান্দরবানে ৭০টি, রাঙ্গামাটিতে ২৫টি অবৈধ ইটভাটা রয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটা অপসারণের জন্য জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর