chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুদিন বন্ধ থাকবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম

জাতীয় ডেস্ক : সোমবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) থেকে জানানো হয়, ই-পাসপোর্টের নতুন আবেদন জমা না নেওয়ার পাশাপাশি পাসপোর্ট বিতরণও বন্ধ থাকবে দুদিন।

বলা হয়, নতুন ডাটা সেন্টার ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মঙ্গলবার ও বুধবার ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

ডিআইপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, পাসপোর্টের ডাটা সেন্টারের একটি ব্যাকআপ ডাটা সেন্টার আমরা স্থাপন করছি। ওই সেন্টারে ডিজাস্টার রিকভারি সাইট পরীক্ষামূলক কার্যক্রমের জন্য দুইদিন সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

১৫ ও ১৬ মার্চ ওই দুই দিনে অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত আবেদনকারীকে ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে। তবে আমরা চেষ্টা করব ১৬ মার্চ চালু করার। তবে সেটি সম্পূর্ণরূপে চালু হবে ১৭ মার্চ থেকে।

ডিআইপি জানায়, ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণে মঙ্গলবার ও বুধবার সব বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকে সেবা কার্যক্রম চলবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর