chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসিসি: টেস্টে সপ্তম স্থানে উঠে এল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। সাদা পোশাকে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপে একধাপ উন্নতি করেছে।

সপ্তম স্থানে উঠে এলেন মুমিনুলরা। সুখবরটা আইসিসি থেকে পেলেও, উপহারটা এসেছে মূলত ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।

স্লো ওভার রেটের কারণে বড় ক্ষতি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। কেটে নেওয়া হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান দুটি পয়েন্ট। তাতে কপাল খুলেছে বাংলাদেশের। পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১২ পয়েন্ট বাংলাদেশের। তবে জয়ের শতকরা হারে এগিয়ে টাইগাররা (২৫ ভাগ জয়)। অন্যদিকে ১৪ পয়েন্ট হলেও ২৩.৩৩ ভাগ জয় নিয়ে আট নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। তাদের নিচে এখন কেবল ইংল্যান্ড।

এই ইংল্যান্ডের বিপক্ষেই অ্যান্টিগা টেস্টে জয়সম এক ড্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওই টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৪০ ভাগ জরিমানা করা হয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের দলকে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্টও কর্তন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওভার পেনাল্টিতে পয়েন্ট হারানো তৃতীয় দল তারা।

২০২১-২০২৩ চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত তিনটি পয়েন্ট হারিয়েছে। নয় নম্বরে থাকা ইংল্যান্ড ১০ ম্যাচে হারিয়েছে ১০ পয়েন্ট। এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দল পরস্পরের মুখোমুখি হবে আগামী ৮ এপ্রিল। এর আগে তামিম ইকবালের নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৮ মার্চ মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর