chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানী) মোহাম্মদ হুমায়ুন কবিরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন। একই সঙ্গে রায়ে মোহাম্মদ হুমায়ুন কবিররের জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়ার থানার বকুপাড়া এলাকায়। সে মৃত মকবুল হোসেনের ছেলে।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লক্ষ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালযয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। থানার মামলা নম্বর- ৬ ও বিশেষ মামলা নম্বর-৩৬/২০১৮।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন আদালতে ২০১৮ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দায়ের করেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর