chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে মেসেজ ছাড়াই মিলবে বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের পর এবার বুস্টার ডোজের ক্ষেত্রে বিশেষ ক্যাম্পইনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। আগামী মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় নগরের দুটি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। কোনো ধরনের মেসেজ ছাড়াই দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত চার মাস পর এই টিকা দেওয়া হবে।

সোমবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিশেষ ক্যাম্পেইনের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৮ বছর বয়স থেকে শুরু করে যে কেউ কোনো মেসেজ ছাড়াই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে সঙ্গে আগের দেওয়া টিকা সনদ নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ফাইজার টিকা দেওয়া হবে। আগামী মঙ্গলবার প্রাথমিকভাবে দুটি কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করছি ১০ হাজার মানুষকে এই কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।

বিশেষ ক্যাম্পইনের আওতায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন, অফিসার্স ক্লাব কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে করোনা সুরক্ষায় বস্তিবাসী, তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায় থেকে নগরীর ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য বিশেষ ক্যাম্পেইনের উদ্যোগ নেয়

সিভিল সার্জন কার্যালয়। এক্ষেত্রে ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকিনি দেওয়া হয়।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর