chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনকে জেনারেটর দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যর

ডেস্ক নিউজ:যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে ৫০০ জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেনারেটরের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জেনারেটর দেওয়ার জন্য আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে এসব জেনারেটর দেওয়ার ঘোষণা দেন বরিস। খবর বিবিসির।

জেনারেটরগুলো ইউক্রেনের আবাসস্থল ও হাসপাতালে সেবা দিতে কাজে লাগবে। এসব জেনারেটর ২০ হাজারেরও বেশি আবাসস্থলে বিদ্যুৎ জোগাতে সক্ষম।

বরিস জনসন বলেন, রাশিয়ার হামলায় পুরো ইউক্রেনে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কারণে সেখানকার হাসপাতালসহ আবাসস্থল এবং সেখানকার জনগণ ব্যাপক সমস্যায় পড়েছে। এসব জেনারেটর তাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিতে শক্তি জোগাতে সহায়তা করবে।

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর