chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা নাশকতার মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে।

রবিবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে তৃতীয় দফায়ও সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। পরে আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ১৭ মে ধার্য করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুর রহিম।

এসময় তিনি বলেন, আমরা সাক্ষীদের নোটিশ পাঠিয়েছি, কিন্তু কোনো সাক্ষী হাজির হননি। আমরা সাক্ষী হাজির করতে চেষ্টার কমতি রাখছি না।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ৪০ নম্বর আসামি হচ্ছেন মামুনুল হক।

চার্জশিট দাখিলের পর মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে। এরপর ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে এ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর