chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাপা প্রসঙ্গ: দোষ প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের পর দোষ প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় যে সমস্ত লোক জড়িত, যারা যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিভাগ যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেসব ব্যবস্থা নিয়েছে। ঔষধ প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে কাজ করছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের এক পরিবারে ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলের জ্বর হওয়ায় বৃহস্পতিবার রাতে স্থানীয় দোকান থেকে নাপা সিরাপ কিনে তাদের খাওয়ায় পরিবার। এরপর তাদের বমি শুরু হয়। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হলেও বাড়ি ফিরিয়ে আনার পথে দুজনই মারা যায়।

এই প্রেক্ষাপটে নাপা সিরাপের একটি ব্যাচের ওষুধ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর