chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্কুলের টয়লেটে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছ-হত্যা মামলা দায়ের

জেলা-উপজেলা ডেস্ক : কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার হওয়া বোরখা পরিহিত লাশের পরিচয় মিলেছে।

মরদেহের পরিচয় শনাক্ত করেছে নিহত কিশোরীর মা আমেনা বেগম। তিনি জানান,এটি তার মেয়ে। নাম হাছিনা বেগম সুমি। বয়স ৩১। সুমির পিতার নাম মৃত মো. আশরাফ আলী এবং স্বামীর নাম ঈমাম উদ্দিন। কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের তাদের গ্রামের বাড়ি।

আমেনা বেগম তার মেয়ে সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রবিবার দুপুরে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দুইজনের নামসহ মোট অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করেন।

আজ রবিবার (১৩ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনিও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন।

কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন, থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্ত চলছে বলে জানান।

এর আগে গতকাল শনিবার বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটে বোরখা পরিহিত লাশটি প্রথম দেখতে পান বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়র পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করে।

লাশটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন ও পোড়া দাগ দেখা গেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর