chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজও করোনায় ৩ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে।

রবিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৭৩৭ জনের।

গত একদিনে মারা যাওয়া ৩ জনের মাঝে ১ জন গাজীপুরের, ১ জন টাঙ্গাইলের এবং একজন পাবনার। বাকি ৬১ জেলায় এ সময়ে কারো মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। তাদের মাঝে দুজন সরকারি হাসপাতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.