chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসিতে ফেল থেকে পাস ২৬ পরীক্ষার্থী, ৬ জনের নতুন জিপিএ-৫

চট্টলা ডেস্ক: এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৬ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী। 

রবিবার (১৩ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ সূত্রে জানা যায়, ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৫ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ১৩৯ জন পরীক্ষার্থীর ১৪১টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২৭ জন।

তিনি আরও বলেন, ফলাফল পরিবর্তন হয়েছে ৫৯ জনের। জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি ৭ জনের। সর্বমোট জিপিএ বেড়েছে ৬৬ জনের। এছাড়া মার্কস বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি ৭৩ জনের, ফেল থেকে ফেল কিন্তু মার্কস বেড়েছে ৭ জনের এবং গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পায়নি কেউ।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর