chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাপা সিরাপ বিক্রি বন্ধ!

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় জ্বরের সিরাপ সেবনের পর একই পরিবারের দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এরপরই ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার এ তথ্য জানান।

তিনি বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় আপাতত নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কারণ নাপার বদলে অন্য ওষুধ কিনেও চলতে পারবে। যদি কোনো শিশুর ক্ষতি হয়- সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্বজনরা। মৃতরা দুর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর