chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ:ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১১ মার্চ) এ মৃত্যুর ঘটনা ঘটে।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।খবর বিবিসির।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা খবর জানান। ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে পর্যন্ত অন্তত আরও দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হচ্ছে, তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।

ইউক্রেনে টানা ১৭ দিন ধরে রাশিয়ার অভিযান চলছে। যুদ্ধে পর্যন্ত দুদেশের অন্তত সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ। এখনও দেশটির অনেকগুলো শহর ঘিরে রেখেছে রুশ বাহিনী। দিন দিন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর