chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ হামলা চালিয়েছে ইউক্রেনের পরমাণু গবেষণাকেন্দ্রে

ডেস্ক নিউজ:ইউক্রেনের একটি পরমাণু গবেষণাকেন্দ্রে রাশিয়া আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

একই সঙ্গে মস্কো পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেছে জেলেনস্কির সরকার। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক নিয়ন্ত্রক পরিদর্শন সংস্থা জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অবস্থিত ওই পারমাণবিক স্থাপনায় রাতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী।

রুশ সেনাদের কামানের গোলাবর্ষণের কারণে পরমাণু গবেষণা কেন্দ্রটির বিদুৎ চলে যায় এবং এতে স্থাপনাটি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে।
পরমাণু গবেষণাকেন্দ্রে এ হামলার ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এবং রাশিয়াও এখন পর্যন্ত প্রকাশ্যে এ ইস্যুতে কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া বৃহস্পতিবার ( ১০ মার্চ) জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর দখল করে নেওয়া ইউক্রেনের চেরনোবিল পরমাণুকেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
মআ/চখ

এই বিভাগের আরও খবর