chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৮ মার্চ সারাদেশে বামজোটের হরতাল

ডেস্ক নিউজ: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে তারা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দলটির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে থেকেই দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে কঠোর আন্দোলন ঘোষণার কথা জানিয়ে আসছিল বামজোট। এরইমধ্যে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বাম দলগুলো সপ্তাহ অথবা পক্ষব্যাপী সারাদেশে বিক্ষোভের কর্মসূচি পালন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় জোটগতভাবে কঠোর আন্দোলনের অংশ হিসেবে বামজোটের এই হরতাল ডাকার সিদ্ধান্ত এল।

সূত্র বলছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এসব কর্মসূচিতে দেশের অন্য বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও জোটসহ অন্যান্য দলের সমর্থনও থাকতে পারে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.