chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ডিসি

দুর্যোগে ঝুঁকি মোকাবিলায় ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অবদান রাখবে

চট্টলা ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় আলোচনা সভার পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে বাঁচতে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া আয়োজনের ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে দুর্যোগে ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবে। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে নিজেকে, পরিবারের সদস্যদের ও প্রতিবেশীকে রক্ষায় এ মহড়া গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবক সংগঠনের স্বেচ্ছাসেবকগণসহ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে বাঁচতে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর