chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সুস্থ কিডনি সবার জন্য- জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’

ডেস্ক নিউজ: ‘সুস্থ কিডনি সবার জন্য- জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে  বিশ্ব  কিডনি দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

কিডনি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বাংলাদেশে ২ কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত।. দিন দিন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে।. বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে কিডনি বিকল হওয়া ৫০ লাখের বেশি রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে।

এ অবস্থায় সকলের সচেতনতা দরকার। এজন্য সবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে , উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ,  নিয়মিত ব্যায়াম করা, ধূমপান পরিহার করতে হবে।

এদিকে কিডনি দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর