chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের লালমাটি বাজারে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (৯ মার্চ ) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধের নাম দুলা মিঞা। তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিন কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ নুর মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুলা মিঞা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল দুলা মিঞাকে ধাক্কা দেন। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এ বৃদ্ধ।

পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন, বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন পথচারী। তবে হাসপাতালে আনার আগেই বৃদ্ধটি মারা গেছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর