chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আন্দোলনে নামলেন আমিন জুট মিলের শ্রমিকরা

চট্টলা ডেস্কঃ বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন পাটকল থেকে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় আমিন জুট মিল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, ‘পাওনা পরিশোধে বাংলাদেশ জুট মিল করপোরেশনের কোনও উদ্যোগ দৃশ্যমান নয়। এমনকি এ বিষয়টি নিয়ে তাদের কোনো মাথাব্যথাই নেই। এ পরিস্থিতিতে আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই’।

তারা আরও বলেন, ‘২০১৩ সাল থেকে মিল বন্ধ হওয়া পর্যন্ত যারা চাকরি থেকে অবসরে গেছেন তাদের বকেয়া এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি। এসব মানুষগুলোর পরিবার কিভাবে চলছে সেই খোঁজও কেউ রাখেনি’।

প্রসঙ্গত, ২০২০ সালের জুলাই মাসে আমিন জুট মিলসহ ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। এসময় কিছু শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা হলেও ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়নি।

সিশা/চখ