chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইডেনের নিষেধাজ্ঞার পক্ষে নয় হাঙ্গেরি

ডেস্ক নিউজ:রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এটি তার দেশের জন্য অনুপাতিকভাবে বড় বোঝা বয়ে আনবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাচ্ছেন তারা। তবে যুদ্ধের প্রভাব তার দেশের জনগণের ওপর পড়বে বা তাদের মূল্য দিতে হবে সে বিষয়টি মানতে নারাজ তিনি। তাই রাশিয়ার তেল, গ্যাস আমদানি পর্যন্ত নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা ঠিক নয় বলেও বিবৃতিতে জানান তিনি।

তিনি আরও জানান, দেশটির ৯০ ভাগ পরিবার গ্যাসের ওপর নির্ভরশীল। হাঙ্গেরির বেশিরভাগ তেল-গ্যাস আমদানি হয় রাশিয়া থেকে।

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে মঙ্গলবার ( ৮ মার্চ) নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের নিষেধাজ্ঞা ঘোষণার পর এমন মন্তব্য জানালো হাঙ্গেরির সরকার।

মআ/চখ

এই বিভাগের আরও খবর