chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণের দাম আরও এক দফা বাড়ল

লাইফস্টাইল ডেস্ক : স্বর্ণের দাম বাড়ানো হয়েছে মাত্র ৬ দিন আগে। এরই মধ্যে ফের আরও এক দফা বাড়ানো হয়েছে দাম। দেশের বাজারে ২২ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা, যা বুধবার (৯ মার্চ) থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে।

তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫শ ১৬ টাকা। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা।

এতে বলা হয় ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকায়।

আগামীকাল (বুধবার) থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটে ৮১৬ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৬৪২ টাকা দাম বাড়বে।

এর আগে বাজুস গত ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। যা পরের দিন থেকে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি কার্যকর হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর