chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনের জন্য বিশ্বব্যাংক ৭০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে

ডেস্ক নিউজ:স্বল্প ও দীর্ঘমেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে ইউক্রেনের অর্থনীতি ও নাগরিকদের পাশে থাকবে বিশ্বব্যাংক।ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতনভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ২৩ লাখ ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ জোগান দিচ্ছে। খবর বিবিসির।

সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর