chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ সেনাদের কবরে যেতে হবে জেলেনস্কির হুঁশিয়ারি

ডেস্ক নিউজ:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার কোনো সেনা সদস্য যুদ্ধাপরাধ করলে তাকে কবরে যেতে হবে। কবর ছাড়া এই পৃথিবীতে আপনাদের জন্য কোনো শান্তির জায়গা থাকবে না।

স্থানীয় সময় রোববার (৬ মার্চ) রাতে মস্কোর সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন জেলেনস্কি। খবর বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হামলা চলাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হত্যা করলে রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, এভাবে হামলার শিকার হয়ে ইউক্রেনে কত পরিবার মারা গেছে? আমরা কাউকে ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। এ যুদ্ধে যারা নৃশংস হামলা চালিয়েছে, তাদের সবাইকে আমাদের ভূখণ্ডেই শাস্তি দেব।

ইউক্রেন প্রেসিডেন্ট রুশ সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী যত হামলা চালিয়েছে, তা যথেষ্ট নয়। রুশ সেনাবাহিনী বিভিন্ন এলাকা ধ্বংস করে ও প্রাণ নিয়েই শান্ত হয়নি। তারা আরও মানুষ হত্যা করতে চায়।

নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য যথেষ্ট নয় জানিয়ে জেলেনস্কি বলেন, পশ্চিমা বিশ্বের নেতাদের রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে হবে।

মআ/চখ

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর