chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিলো নেটফ্লিক্স

ডেস্ক নিউজ: ফেইসবুক, টুইটারের পর এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিলো যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স

স্থানীয় সময় রবিবার (৬ মার্চ) পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, পরিস্থিতি বিবেচনায় তারা রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর