chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ দ. কোরিয়ার

ডেস্ক নিউজ:ইউক্রেনে রুশ হামলায় বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশেষ করে মস্কোর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি।

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) হলো ব্রাসেলসভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের একটি সুরক্ষিত নেটওয়ার্ক। ইউক্রেনে হামলা বন্ধ না হলে সুইফটের লেনদেনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে পারে রাশিয়া।

মআ/চখ

এই বিভাগের আরও খবর