chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে অর্ধশত পরিবারের কিছুই রইল না!

নিজস্ব প্রতিবেদক : কাল যা রক্ষিত ছিল আজ তা সব শেষ। কিছুই রইল না ৫১ টি পরিবারে। সর্বনাশা আগুনে পুড়ে সব ছাই। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলস্থ কেশবপুর গ্রামের চৌধুরী কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, আজ শনিবার দুপুর সোয়া দুইটার সময় আগুন লাগার খবর পাই।

তাৎক্ষনিক কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি গাড়ি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে। প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া চারটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৫১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব পরিবারের নগদ টাকা, স্বর্ণালন্কারসহ ঘরের মুল্যবান আসবাবপত্র পুড়ে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার কারণ হিসেবে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন রান্না ঘরের গ্যাসের চুলা থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে।

এদিকে ক্ষতিগ্রস্থরা দাবি করছেন আগুন লাগার ঘটনায় ৫১ পরিবারের প্রায় পৌণে এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ৫১ পরিবার সম্পুর্ণ নিঃস্ব হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর