chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন

খেলাধুলা ডেস্ক : হঠাৎ করেই জীবন ঘড়ি থেমে গেল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন এর। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডের কোহ সামুইয়েতে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই ক্রিকেটার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। এই বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট।

ফক্স জানিয়েছে, অস্ট্রেলিয়া সময় শনিবার ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।

‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপি তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর।

ওয়ার্ন ৭০৮টি উইকেট নিয়েছেন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে- যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।

ওয়ার্ন ২৯৩ উইকেট নিয়েছিলেন ১৯৪ ওয়ানডে ক্যারিয়ারে। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর