chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্রান্সের সবুজ তালিকায় বাংলাদেশ

ডেস্ক নিউজ: বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সবুজ তালিকার অন্তর্ভুক্ত করেছে ফ্রান্স। এতে সব নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি।

প্যারিসের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রেজেনেকা এবং জনসনের টিকা দেওয়া থাকবে তাদের দেশটিতে পৌঁছানো এবং ত্যাগ করতে আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

অন্যদিকে বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যবাধকতা থাকবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর