chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে আটকা পড়া জাহাজের নাবিকদের জীবিত উদ্ধার

চট্টলা ডেস্কঃ ইউক্রেনের বন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ২৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় বিএসসির নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউক্রেনে আটকা পড়া জাহাজের নাবিকদের জীবিত উদ্ধার

তিনি জানান, ‘বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টার দিকে বাংলার সমৃদ্ধি থেকে ২৮ নাবিক ও নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহসহ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নাবিকদের জাহাজ থেকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে’।

প্রসঙ্গত, ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ থেকে অনেকেই উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছিলেন ভিডিও বার্তায়। তাঁরা জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফের প্রাণহানির খবর দিয়ে বলছিলেন, যেকোনো সময় আবারও হামলা হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কে এসব ভিডিও এখন ভাইরাল।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর