chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ কৃষিমন্ত্রী

রাজনীতি ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ কোনো পক্ষ নিচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এ যুদ্ধের ব্যাপারে আমরা এখনো পর্যবেক্ষণ করছি। আমরা কোন সাইড নিচ্ছি না। যুদ্ধ আমরা সমর্থন করি না। তাই এ মুহূর্তে আমাদের কোনো বক্তব্য নেই’। এসময় কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দেশনা একটা ছিল-  যারা ইউক্রেনে আছে, তারা যেন শেল্টার পায় বা তাদের সরিয়ে আনার চেষ্টা করা হয়’।

বিএনপি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন যথেষ্ট সক্ষম। দেশে এখন একটি নির্বাচিত এবং বৈধ সরকার রয়েছে। এ ধরনের আন্দোলনের হুমকি দিয়ে তারা সরকারের পতন ঘটাতে পারবে না’।

তিনি আরও বলেন, তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। নির্বাচনই চায় না, নির্বাচন কমিশন তো পরের কথা। নির্বাচন যদি চাইত তাহলে তারা আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় আসত। ২০১৪ সালেও তারা আমাদের সঙ্গে আলোচনায় আসেনি।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর