chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক দিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা বিশ্বে রেকর্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক জানান, ‘করোনার টিকার বিশেষ ক্যাম্পেইনের  গতকাল শনিবার  ২৬ ফেব্রুয়ারি এক দিনে আমাদের এক কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দিন শেষে আমরা এক কোটি ১১ লাখ প্রথম ডোজ এবং আরো ৯ লাখ টিকার দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি।

 

এটি নিঃসন্দেহে বিশ্বে প্রথম ঘটনা। এর আগেও আমরা এক দিনে ৮০ লাখ ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি।

 

এই কার্যক্রম সফল করতে আমাদের এক লাখেরও বেশি মানুষ কাজ করছে। বিশ্বের বহুসংখ্যক দেশেরই এক কোটির বেশি মানুষ নেই। সেখানে দিনে এক কোটি ডোজ টিকা দেওয়ার সক্ষমতা আমাদেরকে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার প্রথম করেছে এবং বিশ্বের দশম পর্যায়ে নিয়ে গেছে। ’

 

আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রায় চার হাজার নবনিয়োগকৃত চিকিৎসকের ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

এই বিভাগের আরও খবর