chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বইমেলায় এলো আব্দুল্লাহর ছোট গল্প ‘সানবির রংতুলি’

চট্টলার ডেস্ক : অমর একুশে বইমেলায় তরুণ লেখক শেখ আব্দুল্লাহ ইয়াসিনের গল্পের বই ‘সানবির রং তুলি’ প্রকাশিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর কাজরী দেউরীর জিমেনিশিয়াম মাঠে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

চট্টগ্রাম ক্যন্টনমনেন্ট পাবলিক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর নুরুল আলমের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক কামরুল হাসান বাদল।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী। অক্ষরবৃত্ত থেকে প্রকাশিত ‘সানবির রংতুলি’ বইটিতে থাকছে তিনটি ছোট গল্প।

তরুণ লেখক শেখ আবদুল্লাহ ইয়াসিন বলেন, আমরা দেখতে পাই শিশুরা পরিবারে টানাপোড়েনের মধ্যে দিয়ে বড় হয়। তাদের ইচ্ছের গুরুত্ব না দেওয়া, স্বপ্ন ভঙ্গ অভিভাবকদের ইচ্ছে শিশুর উপর চাপানো আমাদের সমাজ প্রেক্ষাপটে স্বাভাবিক একটি বিষয়।

শিশু বেড়ে উঠার আগেই তার আত্মার মৃত্যু ঘটে একাধিকবার। এতে শিশু হীনমন্যতায় ভোগে, একই সাথে বাধাগ্রস্ত হয় শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা।

সানবির রংতুলিতে অভিভাবক এবং শিশুদের চাওয়া পাওয়ার গল্পটুকু তুলে ধরা হয়েছে। কতটুকু পেরেছি তার বিচারের ভার পাঠকের উপর।

সুজন আহসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মো. মেজবাহ উদ্দিন, সাজ্জাদ হোসেন তালুকদার, মাহমুদুল হাসান নাহিদ, ইরিনাসহ আরও অনেকে।

আরকে/আর এস

এই বিভাগের আরও খবর