chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনের পাশে দাঁড়ালো ফ্রান্স

ডেস্ক নিউজ: রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের পাশে দাঁড়ালো ফ্রান্স।  দেশটিতে সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স ।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ বিষয়ে একটি টুইট করেন জেলেনস্কি।

তিনি লিখেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে একটি নতুন দিন শুরু হয়েছিল।আমাদের অংশীদারদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জাম এখন ইউক্রেনের পথে রয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে।

ফ্রান্স অবশ্য ইউক্রেনের সহায়তায় ইতোমধ্যে ৫০০ সেনা পাঠাচ্ছে।  পার্শ্ববর্তী দেশ রোমানিয়ায় সেনা উপস্থিতি জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

নচ/চখ

এই বিভাগের আরও খবর