চবিতে আরো একটি অজগর সাপ উদ্ধার
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যম্পাসে আবারো দেখা মিলেছে অজগর সাপ। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় অজগর সাপটিকে দেখা যায়।
প্রায় ৫ ফিট লম্বা ও ২ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করেছে কয়েকজন শিক্ষার্থী। তবে কে বা কাঁরা সাপটিকে বেঁধে সেখানে রেখে গেছে তা জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ।
সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। লম্বায় ৫ ফিট এবং ওজনে ২ থেকে কেজি হতে পারে। আমরা সাপটিকে জীববিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ে ছেড়ে দিয়েছি।
এর আগে গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা কেন্দ্রে ১২ ফুট লম্বা একটি অজগর ঢুকে পড়ে। পরে সেটিকে প্রাণী বিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।
চখ/আর এস