chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বড়দারোগাহাটে দেড় ঘন্টার ব্যবধানে ২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড়দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (ওজন স্কেল) এলাকায় মাত্র দেড় ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে গভীররাত তিনটার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে মো. মাঈন উদ্দিন (৩২) নামের একজন আনসার সদস্য রয়েছেন।

মাঈন উদ্দিনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে এবং নিহত অপরজনের নাম আবদুল্লাহ ওমর (৩৫)। সে ঢাকা মধ্য বাড্ডা এলাকার আবদুল করিমের ছেলে এবং পেশায় পরিবহণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার সময় বড়দারোগাহাট ওজন স্কেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ওজন স্কেল এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাঈন উদ্দিন নিহত হন।

অপরদিকে দীর্ঘ যানজটের কবলে পড়ে দ্রুত গন্তব্যে পৌছানোর লক্ষে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় উল্টো পথে ডাওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

রাত আনুমানিক তিনটার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে সোহাগ পরিবহনের বাসের সহকারী আবদুল্লাহ ওমর ঘটনাস্থলে মারা যান।

একই দিনে মাত্র দেড় ঘটনার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আবদুল্লাহ।

তিনি বলেন, সীতাকুণ্ড বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পিক-আপের ধাক্কায় নিহত হন এক আনসার সদস্য। এর দেড় ঘন্টা পর একই স্থানে বাস-লরীর মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারীর মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি তাঁদের হেফাজতে রয়েছে। সোহাগ পরিবহনের মালিক কর্তৃপক্ষের মাধ্যমে বাসের সহকারীর পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর