chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাবি ভর্তি পরীক্ষার ৮ কোটি টাকা ভাগাভাগি-তদন্ত শুরু

চট্টলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ২০ কোটি টাকা আয় হলেও পরীক্ষাসহ অন্যান্য খাতে ১২ কোটি খরচ হয়।

বাকি আট কোটি টাকা শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের মধ্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের নেতৃত্বে, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজার রহমান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দোস্তগীর বৈঠকে ছিলেন।

বৈঠক শেষে ইউজিসি সদস্য ড. মো. আবু তাহের সাংবাদিকদের বলেন, আমরা আজ সব নথিপত্র দেখতে এসেছিলাম। আমরা তদন্ত করেছি। তদন্তের স্বার্থে যা যা দরকার আমরা পেয়েছি।

আবু তাহের বলেন, ‘নিয়ম অনুসারে ভর্তি ফরম বিক্রির ৪০ শতাংশ টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা রাখতে হয়। বাকি ৬০ শতাংশ টাকা দিয়ে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্র তৈরি, মডারেশন, ছাপানো, পরিবহন, আপ্যায়ন, আইনশৃঙ্খলাসহ সার্বিক ব্যয় নির্বাহ করতে হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তা করেছে কি না, তদন্তেই বেরিয়ে আসবে।’

আর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ ব্যাপারে বলেন, ‘চাহিদা অনুসারে আমরা তাদের সব তথ্য দিতে সক্ষম হয়েছি। তারা পরে রিপোর্ট জমা দেবেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর