chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে চীনা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পে বয়লারের ৫১ মিটার ওপর থেকে পড়ে গুরুতর আহত চীনা শ্রমিক ডিং ওয়ি শুয়ি নিহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) নগরীর এভারকেয়ার হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জং জি জিয়ানয়ি নামক একটি চীনা প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন চট্টলার খবরকে বলেন, সোমবার বিকেলে কয়লাবিদ্যুৎ প্রকল্পের বয়লার-১ এর ওপর কাজ করছিলেন ডিং ওয়ি শুয়ি। অসাবধানতাবশত হঠাৎ উপর থেকে ৫১ মিটার নিচে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান তিনি। সেখান থেকে বিকালেই তাকে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ হাটহাজারী থানাকে মরদেহ বুঝিয়ে দেয়। পরবর্তীতে হাটহাজারী থানা ঘটনাটি আমাদেরকে জানায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

কেএম/চখ

এই বিভাগের আরও খবর