chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইন্ডিয়ান পাসপোর্টধারী ২ নাগরিকের কাছে মিলল বিদেশি মদ

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে আসা ইন্ডিয়ান পাসপোর্টধারী দুই নাগরিকের কাছ থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এ দুই যাত্রীর লাগেজ সন্দেহ হওয়ায় স্ক্যানিং করলে বিদেশি মদগুলো পাওয়া যায়।

সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানালেন চট্টগ্রাম কাস্টম হাউস’র সহকারী রাজস্ব কর্মকর্তা (বিমানবন্দর) ভৌমিক নন্দিতা।

তিনি জানান, ওয়্যারহাউজ বা ক্লাব থেকে বিদেশি নাগরিক ছাড়া মদ বিক্রি একেবারে বন্ধ হয়ে যাওয়ায় দেশীয় কোন চক্র বিভিন্ন সূত্র থেকে মদ কেনার চেষ্টা করছেন।

তবে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ সতর্ক অবস্থানে থাকায় তারা তেমন সুবিধা করতে পারছেন না। তারই ধারাবাহিকতায় আজ সোমবার ভারতীয় দুই নাগরিকের কাছ থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর