chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিপিএল ফাইনালঃ টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই দল।

ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তার মানে আগে ফিল্ডিং করবে সাকিবের ফরচুন বরিশাল। টুর্নামেন্টে দুই দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি লড়াই করেছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি করে জয়ের দেখা পেয়েছে দুই দলই। আর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।

ফরচুন বরিশাল একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিন শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডুয়েন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান রানা, মুজিব উর রহমান এবং শফিকুল ইসলাম।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর