chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবশেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে ১ মার্চ

ডেস্ক নিউজ: অবশেষে ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই মুহুর্তে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আরও দুই সপ্তাহ পর। তাদের ক্লাস চলবে আগের নিয়মে।

প্রসঙ্গত, করোনা মহামারির প্রথম ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ধাপে ধাপে মাসের পর মাস বন্ধ ছিল। একপর্যায়ে সীমিত আকারে খুলে দেয়া হলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সর্বশেষ গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

সিশা/নচ/চখ

এই বিভাগের আরও খবর