chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার কভারফটো দেওয়া যাবে হোয়াটসঅ্যাপেও

ডেস্ক নিউজঃ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সাইটটিতে। ফেসবুকের মতো কভারফটো যুক্ত করার সুবিধা আনতে যাচ্ছে এবার হোয়াটসঅ্যাপ।

 

ওয়েবিটাইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফিচারটি চালু করা হলে, প্রত্যেক ব্যবহারকারী নিজেদের পছন্দমতো যে কোনো ছবি কভার ফটো হিসেবে সেট করতে পারবেন।

ফিচারটি সম্পূর্ণভাবে চালু হলে কভার ফটো আপলোডের জন্য একটি অতিরিক্ত বাটন দেওয়া হবে। ফেসবুকে যেমন দেখা যায়, তেমনটাই পাবেন এখানে।

 

তবে কেবল বিজনেস অ্যাকাউন্টের জন্যই ফিচারটি যোগ করা হবে। কিন্তু কোনো সাধারণ ব্যবহারকারী যদি তার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রেও কভার ফটো সেট করা যাবে। তবে কখন থেকে এই ফিচার চালু করা হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও। বর্তমানে এ ফিচারটি ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় রয়েছে।

 

সিশা/চখ

এই বিভাগের আরও খবর