chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পূর্ব-প্রস্তুতি শুরু করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

আগামীকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় কোলকাতার ইডেন গার্ডেন্সে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

সম্প্রীতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল ভারত। তিন ম্যাচের একটিতেও ভাল পারফরমেন্স দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

অন্য দিকে ভারতের ব্যাটারদের পারফরমেন্সও আশানুরুপ ছিলো না। কিন্তু বোলারদের পারফরমেন্স ছিলো প্রশংসনীয়। সিরিজের সর্বোচ্চ উইকেট নিয়েছিল ভারতের পেসার প্রসিধ কৃষ্ণ। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্রা চাহাল ৫টি করে উইকেট নেন।

ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋসভ পান্থ, রুতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শারদুল ঠাকুর, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, যুজববেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল।

ওয়েস্ট ইন্ডিজ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, কাইল মায়ার্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

সূত্র: বাসস

সিশা/চখ

এই বিভাগের আরও খবর