chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দেখবে: নৌ প্রতিমন্ত্রী

বন্দরে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে দেখবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বন্দরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বন্দর ভবনে সাংবাদিকদের এ প্রতিজ্ঞার কথা জানান তিনি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন। আমরা পণ্য ওঠানামার দায়িত্বে থাকি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ চট্টগ্রাম বন্দর সচল রাখতে। বৈশ্বিক সমস্যা মোকাবিলায় আমরা সচেষ্ট। বন্দরের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এ ঝুঁকি হচ্ছে আগামী প্রজন্মের জন্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনগণের সঙ্গে, বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছেন। ১৬ কোটি মানুষের দায়িত্ব সচেতনভাবে এ সংকট মোকাবিলা করা।

তিনি জানান, বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমান আছে। সেগুলোতে ৩৬ হাজার কনটেইনার আছে। বন্দর থেকে অফডকে কনটেইনার পাঠিয়ে জাহাজের কনটেইনার নামাতে হবে।

এই বিভাগের আরও খবর