chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীর্ষ সন্ত্রাসী ইয়াকুব শুটারগানসহ আটক

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াকুবকে (৫০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।  এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাঙ্গুনিয়া উপজেলার পূর্বকোদালা এলাকা থেকে আটক করা হয়েছে। আটক ইয়াকুব একই এলাকার  মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার ইয়াকুবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ইয়াকুবের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনায় থানায় চারটি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছে।  অবৈধ অস্ত্র ব্যবহার করে রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তার বিরুদ্ধে থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছেন।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর