chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, গুনতে হল জরিমানা

চট্টলা ডেস্ক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করায় আদর্শ বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অভিযান চালায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত কারার দায়ে আদর্শ বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।

মারুফা বেগম নেলী বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জরিমানার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সমস্যগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর