chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্প সমীক্ষা কার্যক্রমে এক বছর সময় দিলেও লাগছে ১৮ মাস

চট্টলা ডেস্ক: চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কার্যক্রমে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বছর সময় বেধে দিলেও ১৮ মাস সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে একথা বলেন।

সাক্ষাৎকালে মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত স্বদিচ্ছার কারণে চট্টগ্রাম অচিরেই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নগরীতে রূপান্তরিত হতে যাচ্ছে। এখানে বাস্তবায়ন হচ্ছে বে-টার্মিনাল, বঙ্গবন্ধু শিল্পাঞ্চল, কর্ণফুলী তলদেশে ট্যানেল, গভীর সমুদ্র বন্দরসহ নানাবিধ উন্নয়ন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার কোইকা’র সহায়তায় প্রকল্পের প্রাথমিক সমীক্ষা কার্যে ৫১ কোটি টাকা অনুদান প্রদানের মাধ্যমে সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে।”

এসময় মেয়র দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগ, তথ্য-প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ বৃদ্ধির আহবান জানিয়ে বলেন, “২০৪১ সালের মধ্যে যেন টেকসই উন্নয়নের মাধ্যমে উন্নত দেশের কাতারে বাংলাদেশের নাম নিশ্চিত করা যায়।”

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিমত প্রকাশ করে বলেন, “বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত উন্নয়ন ও নিজস্ব ব্র্যান্ডের বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্যে শীঘ্রই অবকাঠামোগত উন্নয়নের জন্য কোইকা’র সহযোগিতায় চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পে নগরীর উন্নয়নের সাথে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করা হবে। এ প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন হতে প্রায় ১৮ মাস সময় প্রয়োজন হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি জেং ইউল লি, প্রফেসর ইলজন চ্যাং, কোইকা’র প্রতিনিধি চ্যাউন কিম, জিং বো চুই, মো জেন কং, চট্টগ্রাম কোরিয়ান এসোসিয়েশন এর চেয়ারম্যান মি. জিনহুক পাইক।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর