chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় দুই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে সংঘর্ষের জেরে দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে  ২ নম্বর খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, কেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আমরা সাময়িকভাবে নির্বাচন স্থগিত করেছিলাম। তবে আজকে এ দুটি কেন্দ্রে আর ভোটগ্রহণের  কোনো সুযোগ নেই। এ দুটি কেন্দ্রের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদের কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংর্ঘের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থান নেয়।

উল্লেখ্য, শক্তিশালী প্রতিদ্বদ্বী প্রার্থী থাকায় নির্বাচনের আগের দিন ঝুঁকিপূর্ণ ইউনিয়নের মধ্যে তিন নম্বরে ছিল খাগরিয়া ইউনিয়ন। নির্বাচনের আগের দিন রাতে এই ইউনিয়নে অস্ত্রসহ এক যুবলীগ নেতা পাঁচ জনকে আটক করেছিল পুলিশ।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর