ভেন্টিলেশন সাপোর্টে সঙ্গীতসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর
বিনোদন ডেস্ক : আবারো শারীরিক অবস্থার অবনতি হয়েছে সঙ্গীতসম্রাজ্ঞী কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকরের। রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।
গত মাসের শুরুতে করোনা পজিটিভ হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়েছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে।
শনিবার বিকেলে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরে গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু এখন আবার তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ICU-তেই তাঁর চিকিৎসা চলছে।’
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় লতাকে। যদিও পরবর্তীতে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে আনা হয়।
টানা ২৭ দিনের বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। মাঝে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। অবস্থার উন্নতির আভাসও মিলেছিল হাসপাতাল সূত্রে। কিন্তু, তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ।
চখ/আর এস